যৌন হয়রানির অভিযোগ তুলে ভারতের প্রভাবশালী সাপ্তাহিক ‘তেহেলকা’র সম্পাদক সোমা চৌধুরী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়, তেহেলকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের বিরুদ্ধে এক নারী সাংবাদিক যৌন নির্যাতনের অভিযোগ তোলেন।
অভিযোগকারী নারী সাংবাদিকের ভাষ্যমতে, “চলতি মাসের শুরুতে পর্যটন নগরগোয়ায় ‘তেহেলকা’ আয়োজিত এক অনুষ্ঠানে তেজপালের যৌন নির্যাতনের শিকার হন।”
এই ঘটনায় সোমা চৌধুরীর ভূমিকা নিয়ে প্রচুর সমালোচনা হয়। এর প্রেক্ষিতে সকাল ৮টা ২৫ মিনিটে ‘তেহলকা’র সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ান সোমা চৌধুরী।
অভিযোগ ওঠে, মিথ্যা বলে নিগৃহীতা তরুণীর চরিত্র হননের চেষ্টা করছেন তিনি। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন সোমা।
তরুণ তেজপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা তেহলকা’র প্রাক্তন সাংবাদিক গোয়া ম্যাজিস্ট্রেটের কাছে বুধবার তার জবানবন্দী রেকর্ড করেন। এরপরই তেজপালের বিরুদ্ধে সমন জারি করে গোয়া পুলিশ।
বৃহস্পতিবার বেলা ৩টার মধ্যে গোয়া পুলিশের সামনে হাজিরা দিতে হবে স্টিং অপারেশন কিং তরুণ তেজপালকে।
দিল্লি হাইকোর্ট তেজপালের অন্তর্বতীকালীন জামিনের আবেদনের রায় জানাবে ২৯ নভেম্বর। প্রথমে নিগৃহীতা তরুণীর কাছে ইমেলে নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করলেও তারপরে নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি সরে এসে সব অভিযোগ অস্বীকার করেছেন তেজপাল।
তিনি জানিয়েছেন, পুরো ঘটনাটিই নিছক মস্কারার ছলে ঘটেছিল। তিনি নির্দোষ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ