১৮ দলের ডাকা অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার রাজশাহীতে অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদেরকে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল ৭টার দিকে শালবাগান এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে লোহার পাইপ রেখে এবং আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে ১৮ দলের কর্মীরা। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের একটি সাঁজোয়া যান ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় বিক্ষোভকারীরা ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে সাঁজোয়া যানের চাকায় আগুন ধরে যায়।
পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পৌঁছে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
মহানগর পুলিশ কমিশনার মাহবুবুল রহমান জানান, যেকোনো ধরনের নাশকতা এড়াতে নগরীর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে