“প্রধানমন্ত্রীর পদত্যাগই একমাত্র সমাধান সম্ভব। চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনের জন্য তাকে পদত্যাগ করতেই হবে” বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।
বৃহস্পতিবার সকালে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর পদত্যাগ করলেই ১৮ দলীয় জাটের আন্দোলন থামবে, অন্যথায় নয়। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং আমরা রাজপথে থাকবো।”
রিজভি আরো বলেন, “সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে প্রধানমন্ত্রী দেশের চলমান রাজনৈতিক সঙ্কট তৈরি করেছেন। আর নির্বাচন কমিশন (ইসি ) নির্বাচনের তফসিল ঘোষণা করে এই সঙ্কটকে আরো ঘণিভূত করেছেন।”
তাই অবিলম্বে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানান তিনি।
অভিযোগ করে তিনি বলেন, “ক্ষমতার মোহে ও ক্ষমতায় টিকে থাকার জন্য প্রধানমন্ত্রী তার ধারাবাহিক নীল নকশা বাস্তবায়ন করছেন। তারই অংশ হিসেবে নির্বাচন কমিশন বিরোধী দলকে নির্বাচনের বাইরে রাখার সব কৌশল প্রযোগ করছে।”
তিনি আরো বলেন, “জনগণের সাথে সম্পৃক্ত গণতান্ত্রিক আন্দোলন কখনো বৃথা যায়নি, এবারও যাবে না। বিজয় আমাদের হবেই।”