এক রানের জয়!

এক রানের জয়!

1-মাত্র এক রানের জয় সিরিজ জিতে গেলো পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো মিসবাহ-উল-হকের দল।

বৃষ্টির কারণে ৪৫ ওভারে খেলা হয় ম্যাচটি।

ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৪৫ ওভারে অলআউট হয়ে ২৬২ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। ওপেনার আহমেদ শেহজাদ করেন ১০২ রান। এছাড়া ৪২ রান করে করেন সোহাইব মাকসুদ ও উমর আকমল।

প্রোটিয়াদের হয়ে ছয় উইকেট নেন ডেল স্টেইন।

এরপর ব্যাটিংয়ে নেমে ধীরে এগুতে থাকে প্রোটিয়ারা। তাদের হয়ে সর্বোচ্চ ৯৮ রান করেন ওপেনার হাশিম আমলা।

৪৪ ওভার পর্যন্ত প্রোটিয়ারা সংগ্রহ করে ২৫৪ রান। ফলে শেষ ওভারে জয়ের জন্য তাদের লক্ষ্য দাঁড়ায় নয় রান। প্রথম বলে এক রান নেন ডেভিন মিলার। দ্বিতীয় বলে জুনায়েদ খান আউট করে দেন জেপি ডুমিনিকে। আনোয়ার আলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তৃতীয় বলে রান নিতে ব্যর্থ হন মিলার। চতুর্থ বলে এক রান নেন তিনি।

শেষ দুই বলে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় সাত রান। পঞ্চম বলে লেগ-বাইয়ে এক রান দেন জুনায়েদ। ফলে শেষ বলে ছয় মারার প্রয়োজন হয় প্রোটিয়াদের। শেষ বলটিকেও অনন্য দক্ষতায় ব্যাটসম্যানের কাছে দুর্বোধ্য করে দেন জুনায়েদ। মিলারের পায়ে লেগে বল চলে যায় সীমানা দড়ির বাইরে। কিন্তু তাতেও জয় আসেনি দক্ষিণ আফ্রিকার; হারতে হয়েছে এক রানের ব্যবধানে!

খেলাধূলা