মঙ্গলবার থেকে শুরু হওয়া ১৮-দলীয় জোটের ৪৮ ঘণ্টার অবরোধ দ্বিতীয় দফায় পুনরায় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ি শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত সড়কপথ, রেলপথ এবং নৌপথ অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় পল্টনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।এর আগে বুধবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে ১২ ঘণ্টা অবরোধ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন রিজভী। দ্বিতীয় দফায় ১১ ঘণ্টা অবরোধের সময় বাড়ানোতে মোট ২৩ ঘণ্টা সময় বাড়ানো হলো।
রুহুল কবির বলেন,”অবরোধ চলাকালে যাঁরা নিহত হয়েছেন, তাদের জন্য শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।”
তিনি বলেন, “অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নে জনগণের কাছে সরকারের কোন বিশ্বাসযোগ্যতা নেই। বর্তমান মন্ত্রীসভা অসাংবিধানিক ও অবৈধ। তাই সরকারের সকল কর্মকান্ড বেআইনী। সাংবিধানিক বিচ্যুতি ও সংবিধান লঙ্ঘন করে এই সরকার এখন ক্ষমতা জবরদখলকারি।”
আন্দোলর প্রসঙ্গে তিনি বলেন,”গণবিক্ষোভের আন্দোলন থেমে নেই। অজস্র নির্যাতনের শৃঙ্খল ভেঙ্গেই এই আন্দোলন এখন চুড়ান্ত গতিলাভ করেছে। মৃত্যুকে আলিঙ্গন করে দৃঢ় শপথ নিয়েই নেতা-কর্মীরা এখন রাস্তায় নেমেছে। এবারের এ্ই আন্দোলন সকল স্বৈরাচারের বিরুদ্ধে হুঁশিয়ারী হুইসেল।”
এর আগে গত সোমবার নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই মঙ্গলবার ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছিল ১৮-দলীয় জোট।