নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি এবং তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল যখন দেশব্যাপী আন্দোলন-অবরোধ করছে, ঠিক তখন নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র তুললেন এক বিএনপি নেতা।
তিনি কুষ্টিয়ার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা। দশম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ আসন থেকে মনোনয়নপত্র তুলেছেন তিনি।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে ফিরোজ হোসেন নামের এক ব্যক্তি বুধবার বিকেল ৪টার দিকে মনোনয়নপত্র উত্তোলন করেন। হাবলু মোল্লা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
মুঠোফোনে হাবলু মোল্লা বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য তাঁর নাতি ফিরোজ হোসেন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। কেন্দ্রীয় বিএনপি নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দুর্নীতিবাজ ব্যক্তিদের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করবো।”
দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীনের সাথে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোকতার হোসেন জানান, ফিরোজ হোসেন নামের এক ব্যক্তি স্বতন্ত্র একজন প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।