দশম জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। একদিন আগেই প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে এলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমদ।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে আলোচনার পর বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ”অরাজকতা দমনে আমরা বদ্ধপরিকর। প্রচলিত আইনের আওতায়, রাষ্ট্রীয় বিধিবিধানের মধ্যে থেকে আমরা কঠোরভাবে এই অরাজকতা মোকাবেলা করব।”
সিইসির সঙ্গে পুলিশ কমিশনারের কোনো নির্ধারিত বৈঠক ছিল না। নিজের উদ্যোগেই সিইসির সঙ্গে দেখা করেন কমিশনার।
পুলিশ কমিশনার বলেন, ”যে ইস্যু নিয়ে সৃষ্ট অরাজকতায় নিরীহ শিশু ও পথচারী মারা যাচ্ছে, তাদের সঙ্গে ওইসব ইস্যুর কোনো সম্পর্ক নেই। সুতরাং এইসব নিরীহ মানুষদের কেন মরতে হবে। আমরা কোনো শিশুকে পুড়ে মরতে দিতে চাই না। কোনো অবুঝ শিশুর মাকে পুড়ে মরতে দিতে চাই না।”