হরতালে নাশকতাকারীদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয়ার হুমকির পর এবার লোহার রড নিয়ে মাঠে নামার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে নগর আওয়ামী লীগ আয়োজিত অবরোধ বিরোধী এক সমাবেশে তিনি এ নির্দেশ দেন।
মহিউদ্দিন চৌধুরী আর বলেন, “নির্ধারিত তারিখে নির্বাচন হবেই। কারও ভোটাধিকার হরণ করার অপচেষ্টা হলে সেটা বাংলার জনগণ মেনে নেবে না।”
১৮ দলের উদ্দেশ্যে বলেন, “মানুষের গাড়ি-বাড়িতে আগুন দেবেন আর আমরা বসে থাকব সেটা ভাবলে ভুল করবেন। মানুষের গাড়ি, বাড়িতে হাত দিলে আপনাদের বাড়ি-গাড়ি, সম্পদও অক্ষত থাকবে না।”
মহিউদ্দিন আর বলেন, “আমরা মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কঠোর হতে বাধ্য হয়েছি। তাই আজ বাঁশের লাঠি নয়, আমাদের হাতে লোহার রড থাকতে হবে।”
তিনি পুলিশের উদ্দেশে বলেন, “নাশকতার বিরুদ্ধে চিরুনী অভিযান চালান। আমরা আপনাদের পাশে আছি।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাহামুদ ইসহাক, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রসিদ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, নগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ প্রমুখ।