বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। তিনি না থাকলে বার্সেলোনাকে ঠিক বার্সেলোনা মনে হয় না। যদিও তারার হাট বার্সেলোনায় মেসির অভাব পূরণের মতো অনেকেই আছেন, তারপরও বার্সা ভক্তদের কাছে মেসির না থাকাটা মানা কষ্টকর।
এটি বুঝেই হয়তো প্রিয় তারকার বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন এক বার্সা-কর্তা। তিনি জানিয়েছেন, “ইনজুরি আক্রান্ত মেসি ঠিকভাবেই সেরে উঠছেন। গুরুতর আঘাত পাওয়ার পরও মানসিকভাবে দৃঢ় আছেন মেসি।”
সম্প্রতি লা লিগার এক ম্যাচে রিয়াল ব্যাতিসের বিপক্ষে খেলার সময় আঘাত পান তিনি। তারপর থেকে দুই মাসের জন্য ছিটকে যান মাঠের বাইরে। বর্তমানে বার্সা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন চারবার বিশ্ব সেরা নির্বাচিত হওয়া ফুটবলার।
দ্রুতই আরোগ্যের দিকে এগুতে থাকা মেসি হয়তো আসছে বছরের শুরুর দিকেই ফিরবেন মাঠের খেলায়। বার্সা কর্মকর্তার কথা সে আভাসই মিলেছে।
বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে এসব তথ্য জানা গেছে। উল্লেখ্য, মেসির অনুপস্থিতিতে এরই মধ্যে একাধিক ম্যাচ খেলেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। যাতে প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে জেরার্ডো মার্টিনোর শীষ্যরা।