চীনকে দ্বন্দ্বের হুমকি দিতেই দেশটির বিরোধপূর্ণ দ্বীপের ওপর দিয়ে বোমারু বিমান উড়িয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ বুধবার খবর জানায় বিবিসি।
সোমবার চীন সাগরের এক দ্বীপের ওপর দিয়ে দু’টি মার্কিন বোমারু বিমান উড়ে যায়। তারপর থেকেই ক্ষেপে ওঠে চীন। যদিও মার্কিন কর্তৃপক্ষ বলছে বিমানগুলো অস্ত্রবিহীন অবস্থায় নিয়মিত মহড়া দিচ্ছিল।
জাপান ও দক্ষিণ কোরিয়ায় ৭০ হাজারের বেশি মার্কিন বাহিনী অবস্থান করছে। যারা এর আগে বলেছিল যে চীনের আকাশসীমা মেনে বিমানগুলো চালানো হয়নি।
এদিকে, পেন্টাগন এ প্রসঙ্গে জানিয়েছে বিমানগুলো সাধারণ নিয়ম মেনেই সেখানে গিয়েছিল। অবশ্য হোয়াইট হাউজ চীনের এমন আচরণকে ‘অহেতুক উত্তেজনা’ বলে অবিহিত করেছে।
চীনের বিরোধপূর্ণ সেই দ্বীপে শনিবার ‘বিমান শনাক্তকারী অঞ্চল’ প্রতিষ্ঠা করে দেশটি। যা বহিরাগত বিমানকে মুহূর্তেই ধরে ফেলতে সক্ষম। সেক্ষেত্রে বিমানগুলোকে তাদের স্বচ্ছতা প্রমাণ করতে হবে নতুবা জরুরি আত্মরক্ষামূলক ব্যবস্থার সম্মুখীন হতে হবে।
আলোচ্য দ্বীপটি নিয়ে বহুদিন ধরে চীন ও জাপানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, যা জাপানের কাছে ‘সেনকাকু’ ও চীনাদের ‘দিয়াইয়ু’ বলে পরিচিত।