২০০০ সালের দিকে মাদক আর ম্যারাডোনা প্রায় সমার্থক শব্দ হয়ে গিয়েছিলো! ইতিহাসের অন্যতম সেরা এই সাবেক তারকা ফুটবলার এতো বেশি মাদক গ্রহণ করেছিলেন যে, ২০০৪ সালে একবার মরতেই বসেছিলেন প্রায়। এবার সেই ম্যারাডোনাই দাঁড়িয়ে যাচ্ছেন মাদক বিরোধী কার্যক্রমে!
মোটেও কথার কথা নয়; বাস্তবেই মাদক বিরোধী কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করেছেন এই ‘ফুটবল ঈশ্বর।’
খেলোয়াড় থাকা অবস্থায় বারবার শিরোনাম হয়েছেন তার ফুটবল যাদু প্রদর্শনীতে, খেলার ছাড়ার পরও শিরোনামে থেকেছেন নানা ‘কুকর্মের’ নায়ক হয়ে। কিন্তু এবার সত্যিকার অর্থেই ভালো এক উদ্যোগে শিরোনাম হলেন ম্যারাডোনা।
সম্প্রতি আরব আমিরাতে এক সংবাদ সম্মেলনে ম্যারাডোনা বলেন, “মাদক ভয়ানক। এর প্রভাবে ধ্বংস হয়ে যেতে পারে অমিত প্রতিভাও। সুতরাং তরুণ প্রজন্মের উচিত এ থেকে দূরে থাকা।”
উল্লেখ্য, কিছুদিন আগে ফুটবলারদের সম্মানি ঠিকভাবে বন্টণ করা নিয়ে সোচ্চার হয়েছিলেন ম্যারাডোনা। এবার তিনি দাঁড়িয়ে গেলেন মাদকের বিরুদ্ধে। ম্যারাডোনা আসলেই বদলে যাচ্ছেন!