রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন কামাল, সুলতানা, আকবর

রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন কামাল, সুলতানা, আকবর

comboনির্বাচনের আগে চলমান রাজনৈতিক সংঘাতের মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন ড. কামাল হোসেন, সুলতানা কামাল ও আকবর আলি খান।

তবে কী বিষয়ে তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন, সে বিষয়ে আগেই কিছু বলতে চাননি গণফোরাম সভাপতি কামাল হোসেন।

রাষ্ট্রপতির সহকারী প্রেসসচিব মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কামাল হোসেনের নেতৃত্বে সুশীল সমাজের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন।

এই প্রতিনিধি দলে আইন সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল এবং অবসরপ্রাপ্ত সচিব আকবর আলি খান রয়েছেন বলেও জানান তিনি।

২০০৬ সালে গঠিত তত্ত্বাবধায়ক সরকারে ছিলেন আকবর আলি ও সুলতানা কামাল। তবে তারা দুজনই পদত্যাগ করেছিলেন।

ইয়াজউদ্দিন আহম্মদ নেতৃত্বাধীন ওই সরকার নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হয়। এরপর সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারি হয়, দুই বছর কার্যত সেনাশাসনে থাকে দেশ।

নির্বাচন কমিশন সোমবার দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তা প্রত্যাখ্যান করে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধা দল। এই কর্মসূচিতে সংঘাতে এই পর্যন্ত পাঁচজন নিহত হয়েছে।

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর