প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ নির্বাচনের তফসিল ঘোষণাকে প্রত্যাখান করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল। তফসিলের প্রতিবাদে তারা মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের ডাকা দিয়েছে।
সোমবার রাত ৯টার দিকে বিএনপির গুলশান অফিসে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “দেশবাসীর প্রত্যাশাকে পাশ কাটিয়ে, আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত আহ্বানকে পাশ কাটিয়ে, দেশের সকল রাজনৈতিক দলের দাবিকে তোয়াক্কা না করে, ক্ষমতায় থেকে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের ভোটাধিকারকে হরণ করবার জন্য মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছেন আমরা সেটা প্রত্যাখান করছি।”
তিনি বলেন, “নির্বাচনকালীন সরকারের ব্যাপারে রাজনৈতিক সমঝোতা না হওয়া পর্যন্ত তফসিল স্থগিত রাখান আহ্বান জানাচ্ছি।”
“নির্বাচনের নামে প্রতিদ্বন্দ্বিতাহীন এ প্রহসনের আয়োজন চরম কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় বহন করে।” উল্লেখ করেন তিনি।
ফখরুল বলেন, “বিজ্ঞ রাজনীতিবীদদের প্রত্যাশার আলোকে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা নির্দলীয় নিরপেক্ষ সুষ্ঠু অবাধ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাই। আমরা্ও নির্বাচনে অংশ নিতে চাই। কিন্তু নির্বাচনের নামে কোন প্রহসনের নির্বাচনে ৮দলীয় জোটসহ অন্যান্য রাজনৈতিকদল অংশ নেবে না। আমরা নির্বাচনের নামে কোন প্রহসনের নির্বাচনে অংশ না নেয়ার জন্য দেশবাসীসহ সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি।”
অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়ে ফখরুল বলেন, “প্রহসনের নির্বাচনের প্রক্রিয়া একতরফাভাবে শুরু হওয়ায় আমাদের আন্দোলন নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। এই আন্দোলনের প্রাথমিক ধাপে আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত সারাদেশে ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি ১৮ দলের পক্ষ থেকে ঘোষণা করছি। পরবর্তি কর্মসূচি পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।”
সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নাসিরউদ্দীন আহমেদ অসীম, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা।