নির্বাচনে পুলিশ, র্যাব, বিজিবি, আনসারের সঙ্গে সেনাবাহিনীও মোতায়েন করা হবে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজি রকিবউদ্দিন আহমদ এ কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, ”ভোটাররা যাতে ঘর থেকে বেরিয়ে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে এবং ভোট প্রদান করে নিশ্চিন্তে ঘরে ফিরে আসতে পারেন সে ব্যাপারে যা যা করা দরকার আমরা তাই করব। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শুধু পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি নয় বরং এর পাশাপাশি দেশের অতন্দ্র প্রহরী ও জনগণের আস্থাভাজন সেনাবাহিনীর সদস্যদেরকেও নিয়োগ করা হবে।”
তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ”কোনোভাবেই সন্ত্রাস, মাস্তানি বা পেশী শক্তির কাছে সাধারণ ভোটারদের জিম্মি হতে আমরা দেব না। শান্তিপূর্ণ অবস্থায় নির্বাচন অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, ”সকল রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের কাছে আমি আবারো উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশের উন্নতির জন্য, দেশবাসীর শান্তিরি জন্য গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সমঝোতায় আসুন। দেশবাসীর কল্যাণের ওপর আর কিছুই প্রাধান্য পেতে পারে না। একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করার জন্য মহামান্য রাষ্ট্রপতি, নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশন অঙ্গীকারাবদ্ধ।”