বরফ গলতে শুরু করেছে: সুরঞ্জিত

বরফ গলতে শুরু করেছে: সুরঞ্জিত

suruসোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে দুই ‘সাধারণ সম্পাদকের’ মধ্যে আলোচনাও হয়েছে।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শনিবার রাতে বিএনপির এক সাংসদের বাসায় একান্ত বৈঠকে বসেন বলে কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়। তবে তা অস্বীকার করেন মির্জা ফখরুল।

পরদিন বিএনপির এক নেতা ও সরকারের এক মন্ত্রী বৈঠক হয়েছে বলে জানালেও মির্জা ফখরুল তার বক্তব্যে অনড় রয়েছেন। অন্যদিকে এ বিষয়ে সৈয়দ আশরাফের কোনো বক্তব্য এখনো আসেনি।

এরইমধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত কথিত ওই বৈঠকের প্রতি ইঙ্গিত করে বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও অর্থবহ করতে ‘বরফ গলতে’ শুরু করেছে।”

কথিত এই চলমান আলোচনা ফলপ্রসু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সুরঞ্জি বলেন, “গণতন্ত্রে আলোচনার বিকল্প নেই। তাই সংঘাত ও সহিংসতা গণতন্ত্রের পরিপন্থী। বিএনপি নির্বচনমুখী দল এবং নির্বাচনের মাধ্যমেই তারা ক্ষমতায় আসতে চায়।”

আলোচনা ফলপ্রসু করতে উভয় দলের রাজনৈতিক ভাষায় কথা বলার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, “গণতন্ত্রের ভাষায় কথা বললে আমরা সমাধানের পথে এগিয়ে যেতে পারবো।”

বঙ্গবন্ধু একাডেমী ওই আলোচনা সভার আয়োজন করে। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন দাস এতে সভাপতিত্ব করেন।

বাংলাদেশ রাজনীতি