ক্লার্কের জরিমানা

ক্লার্কের জরিমানা

clkশীতকালীন অ্যাশেজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ৩৮১ রানের বিশাল ব্যবধানে তারা হারিয়ে দিয়েছে বর্তমান অ্যাশেজ শিরোপাধারী ইংলিশদের। এমন সাফল্যের সময়েও অস্ট্রেলিয়ার জন্য দুঃসংবাদ হলো- অসি অধিনায়ক মাইকেল ক্লার্কের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। স্লেজিংয়ে জড়িয়ে পড়ায় এ শাস্তি দেওয়া হয়েছে ক্লার্ককে।

জানা গেছে আইসিসি’র ম্যাচ নীতিমালার ২.১.৪ নম্বর ধারাটি লঙ্ঘন করেছেন অসি অধিনায়ক। যাতে বলা আছে, কোনো আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন অবস্থায় এমন কথা বা আচরণ প্রকাশ করা যাবে না- যাতে প্রতিপক্ষকে অপমান করা হয়।

ম্যাচের একটি সময়ের ভিডিও ফুটেজে দেখা গেছে মাইকেল ক্লার্ক ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনকে অপমানজনক কথা বলছেন। যা ধরা পড়েছে স্ট্যাম্পের সাথে সংযুক্ত মাইক্রোফোনে।

মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনা এবং ম্যাচের তৃতীয় আম্পায়ার কর্তৃক বিষয়টি ম্যাচ রেফারির কাছে তুলে ধরা হয়। পরবর্তীতে ম্যাচ রেফারি ক্লার্ককে জরিমানা করেন।

খেলাধূলা