জেনেভা থেকে ফেরত ইরানের পরমাণু আলোচনার মধ্যস্থতাকারীদের স্বাগত জানিয়েছে দেশটির জনগণ। তেহরান পরমাণু চুক্তির সফলতার পর রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ তেহরানে পৌঁছান।
তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে ‘শান্তির দূত’ বলে ফুল এবং ইরানের পতাকা দিয়ে স্বাগত জানায় সেখানকার উল্লাসিত জনগণ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যের বরাত দিয়ে বিবিসি জানায়, ইরান এ চুক্তি বাস্তবায়নের জন্য যাবতীয় পদক্ষেপ নিবে খুব শিগগিরই।
জেনেভায় ইরান, আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি এ পরমাণু চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর এ চুক্তি হওয়ার পর সোমবার বাজারে তেলের মূল্য কমে যায়।
এদিকে ইসরাইল এ পরমাণু চুক্তির সমালোচনা করেছিল। তবে মার্কিন প্রধানমন্ত্রী বারাক ওবামা এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিফোনের কথা বলেন। এতে দুজন ইরানে পরমাণু অস্ত্র প্রতিরোধের লক্ষ্যে একমত প্রকাশ করেছেন