পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠিত

পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠিত

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠন করা হয়েছে।  সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণ এবং বিভিন্ন ক্যাডারদের মধ্যে বেতন বৈষম্য দূর করাই এ কমিশনের কাজ হবে।

বর্তমানে দেশে প্রায় ১৩ হাজার সরকারী কর্মকর্তা ও কর্মচারী সক্রিয় রয়েছে। রোববার  অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে বেতন কমিশন ও পে অ্যান্ড সার্ভিসেস কমিশন ঘোষণার কথা বলেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ কমিশনে পূর্ণকালীন সদস্য ৩ জন, খণ্ডকালীন ১২ জন এবং একজন সদস্যসচিব থাকবেন। এছাড়া দুই কমিশনের চেয়ারম্যান হবেন একই ব্যক্তি। পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের মেয়াদ হবে ছয় মাস, তবে প্রয়োজনে মেয়াদ বাড়ানো যাবে।

অন্যান্য