‘তেহরান চুক্তি ঐতিহাসিক ভুল’

‘তেহরান চুক্তি ঐতিহাসিক ভুল’

MIDEAST ISRAEL PALESTINIANSইরানের পরমাণু প্রকল্প নিয়ে দেশটির সাথে বিশ্বের ছয় মোড়লের সমঝোতাকে একদমই মেনে নিতে নারাজ ইসরায়েল। এই চুক্তিকে ঐতিহাসিক ভুল হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এএফপি ও বিবিসি’র খবর।

রোববার চুক্তি হওয়ার পর মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এক প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তেহরান পরমাণু চুক্তির তীব্র সমালোচনা করেন। নেতানিয়াহুর মুখপাত্র ওফির গেণ্ডেলম্যান তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গতকাল জেনেভায় ঐতিহাসিক চুক্তি হয়নি, বরং ঐতিহাসিক ভুল হয়েছে।’

এর আগে জেনেভায় দুই দফায় পাঁচ দিনের আলোচনার পর রোববার সকালে এই সমঝোতা সিদ্ধান্ত হয় ইরান ও ছয় দেশের মধ্যে। দফায় দফায় আলোচনা ও দর কষাকষির পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানির সঙ্গে এ সমঝোতা করেছে ইরান।

বিবিসি এই চুক্তিকে গত এক দশকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হিসেবে অভিহিত করেছে। সাত দেশ খুব শিগগিরই  সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে।

আন্তর্জাতিক