নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে ১৮ দলীয় জোটের সাথে বিকল্প ধারাও রাজপথে নামবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক শেষে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘তামাশার নির্বাচন ঠেকানোর এই আন্দোলনে আরও দল যুক্ত হবে।’
রোবরার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান অফিসে যায় বিকল্প ধারার প্রতিনিধি দল। বেগম জিয়ার সাথে বৈঠকে নির্দলীয় নির্বাচনী সরকারের দাবিতে অনড় থাকার কথা জানান বিকল্প ধারার নেতারা। এরই মধ্যে ৫ দলের একটি জোট গুছিয়ে এনেছেন বিকল্পধারার সভাপতি অধ্যাপক বি চৌধুরী। সেই দলগুলো ১৮ দলের সাথে থাকবে বলে আশ্বাস দেন তিনি।
পরে বি চৌধুরী সাংবাদিকদের বলেন,“আমরা একদলীয় তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছি। কারণ মহাজোট সরকার আগে ছিল লাল টুপি এখন হলো নীল টুপি। তাই তাদের অধীনে কোন নির্বাচন হতে পারে না। ”