“বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। আধিপত্যবাদী শক্তি দেশ ও সরকারের ওপর প্রভাব বিস্তার করে চেপে বসেছে। এই দুষ্টুচক্র এদেশের জনগণকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতেই একদলীয় প্রহসনের নির্বাচনের মাধ্যমে দেশকে ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। চলমান সংকট ও অস্থিরতা থেকে মুক্তির একমাত্র পথ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিঃশর্ত পদত্যাগ।” বলে জানিয়েছে ইসলামী ঐক্যজোট।
রোববার রাতে দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য জানান।
নেতৃবৃন্দ দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির তীব্র নিন্দা জানান। তারা বলেন,”বাহাউদ্দিনকে গ্রেপ্তার করে সরকার দৈনিক ইনকিলাবকে বন্ধ করার ষড়যন্ত্র করছে। এদেশের লাখ লাখ আলেম-ওলামা ও তৌহিদী জনতা এই ষড়যন্ত্র রুখে দাঁড়াবে ইনশাল্লাহ। আমরা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় দৈনিক ইনকিলাব সম্পাদক বাহাউদ্দিনের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও হয়রানি বন্ধের দাবি জানাচ্ছি। একই সঙ্গে দৈনিক আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি এবং দৈনিক আমার দেশ এর ছাপাখানা, দিগন্ত ও ইসলামিক টিভি অবিলম্বে খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।”
তারা বলেন,”দেশের মানুষ চলমান ভয়াবহ সংকট ও অস্থিরতা থেকে মুক্তি চায়। তারা নির্দলীয় নিরপেক্ষ ও সর্ব মহলে গ্রহনযোগ্য সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।”
নেতৃবৃন্দ আরো বলেন,”সভ্যতা ও মানবতার শত্রু আওয়ামী লীগই বারবার নব্য রাজাকার তৈরি করে তাদের দিয়ে ইসলামের উপর আঘাত হেনেছে। ইসলামী মূল্যবোধ ধ্বংসে তাদের অব্যাহত ষড়যন্ত্রের ধারাবাহিকতা এখনো চলছে। আমরা পরিস্কার বলে দিতে চাই, বাংলাদেশ ওলী-আউলিয়াদের পূণ্যভূমি। এই দেশে ইসলাম ও ঈমান নিয়ে যারা ছিনিমিনি খেলবে। আল্লাহ ও রাসুল (স.) প্রেমিক মুসলমানদের সাথে নিয়ে আমরা সেই অপশক্তির বিষদাঁত ভেঙে দিব।”
বিবৃতিপ্রদানকারী নেতৃবৃন্দ হলেন,ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব অ্যাডভোকেট, ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, ভাইস চেয়ারম্যান মাওলানা শামসুল আলম, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতী মুহাম্মদ তৈয়্যব হোসাইন মাওলানা ফজলুর রহমান, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুর রহমান, মাওলানা আবুল কাশেম, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দীনসহ আরো অনেকেই।