আইসিসির সভাপতি হতে মরিয়া মোস্তফা কামাল

আইসিসির সভাপতি হতে মরিয়া মোস্তফা কামাল

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র সভাপতি হওয়ার প্রবল ইচ্ছেটা আরও বেড়ে গেছে আ হ ম মোস্তফা কামালের। একদিনের জন্য হলেও আইসিসির মসনদে বসতে চান তিনি।

নিউজিল্যান্ডের এলান আইজ্যাকের দুই বছরের রাজত্ব শেষ হলে, ২০১৪ সাল থেকে আইসিসির সভাপতি হবেন এক বছর মেয়াদে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি মোস্তফা কামালের পালা তখন। অবশ্য মোস্তফা কামালকে সভাপতি করা হবে কি না তা নিয়েও ধোয়াশা কাটেনি। সেজন্য আইসিসির কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এপ্রিলের সভায় ঠিক হবে সহ-সভাপতির পদ থেকে কামালকে পরবর্তী সভাপতি করা হবে না সরাসরি। বিসিবি সভাপতিও এবিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেননি, ‘যখন চেয়ারম্যান হবে তখন সহ-সভাপতি পদ থাকবে না। এখন দেখতে হবে আইসিসির পরের সভায় কি সিদ্ধান্ত হয়।’

আইসিসির সর্বশেষ সভায় (৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি) সিদ্ধান্ত হয় কাজের সুবিধার্থে চেয়ারম্যান পদ সৃষ্টি করা হবে। ২০১৪ সাল থেকে চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হবে। মোস্তফা কামাল বলেন, ‘সভাপতি, চেয়ারম্যান তারপরে সিইও। চেয়ারম্যানকে কিছু পারিতোষি দেওয়া হবে। তিনি বেতনভুক্ত হবেন না। তিনি হয়তো ১৫/২০ দিন কাজ করবেন। সভাপতির পক্ষে ফাইলপত্র দেখা সম্ভব নয় বলে চেয়ারম্যান পদ সৃষ্টি করা হচ্ছে। বর্তমান বা সাবেক বোর্ড পরিচালকদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে ভোটের মাধ্যমে চেয়ারম্যান করা হবে। কাকতালীয় ভাবে যা কিছু হচ্ছে তা আমার সময়ে। সেজন্য অনেক প্রশ্ন আসছে।’

খেলাধূলা