বিপিএল খেলার নিয়মাবলি তৈরি হয়নি!

বিপিএল খেলার নিয়মাবলি তৈরি হয়নি!

দুই দিন পরেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। অথচ খেলার নিয়মাবলি এখনও তৈরি হয়নি।

যদিও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের দাবি খেলার নিয়মাবলি তৈরি হয়ে আছে,‘ক্রিকেট পরিচালনা বিভাগের ভারপ্রাপ্ত ম্যানেজার সাব্বির খানের ওপর দায়িত্ব দেওয়া আছে। সে সব তৈরিও করেছে। ম্যাচরেফারিদের কাছে কালই (বুধবার) তা দেওয়া হবে।’

আসল খবর হলো খেলার নিয়মাবলি (প্লেয়িং কন্ডিশন) তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিলো জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের ওপর। মঙ্গলবার পর্যন্ত তিনি কোনকিছু করেননি। সাব্বির খানও বিপিএলের নিয়মাবলি নিয়ে কাজ করেননি। তাহলে ওই কাজটি করবে কে সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এদিকে ফ্রেঞ্চাইজি দলগুলোর জার্সিও চূড়ান্ত করা হয়নি। যে যার মতো করে খেলার পোশাক তৈরি করে নিচ্ছে। শেষপর্যন্ত না হযবরল লেগে যায়।

খেলাধূলা শীর্ষ খবর