সাভারের রানা প্লাজায় ধসের ঘটনায় করা মামলায় অভিযোগপত্র রোববার দাখিল না করায় মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-কমিশনার বিজয় কৃষ্ণকরকে লিখিতভাবে কারণ দর্শাতে বলেছেন আদালত।
রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে আলোচিত এই মামলায় অভিযোগপত্র দাখিলের দিন ধার্য ছিলো।
এদিন সিআইডি পুলিশের পক্ষ থেকে কোনো অভিযোগ দাখিল না করায় ঢাকার সিনিয়র বিচারিক হাকিম কাজী শহীদুল ইসলাম মামলার তদন্তকারী কর্মকর্তাকে আগামী ২৪ ডিসম্বরের মধ্যে এই মামলার অভিযোগপত্র দাখিল করার জন্য ও অভিযোগপত্র দাখিলের বিলম্ব হওয়ার কারণ জানতে চেয়ে লিখিতভাবে কারণ দর্শাতে বলেছেন।
অপরদিকে এই মামলার কারাগারে থাকা আসামি সোহেল রানাসহ অপর আসামিদেরকে হাজির করেছে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল এই বিষয়ে পরিবর্তনকে নিশ্চিত করেছেন।