অস্ট্রেলিয়ার বড় বিজয়

অস্ট্রেলিয়ার বড় বিজয়

auwশীতকালীন অ্যাশেজের প্রথম ম্যাচে বড় পরাজয়ই জুটলো বর্তমান অ্যাশেজ চ্যাম্পিয়নদের কপালে। অস্ট্রেলিয়ার কাছে অ্যালিস্টার কুকের দল হেরে গেছে ৩৮১ রানের ব্যবধানে।

এ জয়ের মাধ্যমে গত অ্যাশেজে জয়শূন্য থাকা অসিরা এগিয়ে গেলো ১-০ ব্যবধানে।

ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ২৯৫ রানে অলআউট করেছিলো ইংলিশরা। ফলের তাদের সামনে দারুণ সুযোগ এসেছিলো এগিয়ে যাওয়ার। কিন্তু নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৩৬ রানে অলআউট হয়ে সে সুযোগের কোনো ব্যবহারই করতে পারেনি তারা।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ইংলিশদের সর্বনাশ করে দেন দুই পেসার রায়ান হ্যারিস ও মিচেল জনসন। ইংলিশদের সাতটি উইকেট ভাগ করে নেন এ দু’জন। ডানহাতি অফব্রেক বোলার নাথান লায়ন নেন দু’টি উইকেট।

প্রথম ইনিংসে ১৫৯ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক মাইকেল ক্লার্কের সেঞ্চুরিতে ভর করে তারা সংগ্রহ করে ৪০১ রান। ফলে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৬০ রানের পাহাড়।

প্রথম ইনিংসে মাত্র ১৩৬ অলআউট হওয়া ইংল্যান্ড কতোটুকু কী করতে পারবে তা নিয়ে সন্দেহ ছিলো। সে সন্দেহকে সত্য করেই যেনো দ্বিতীয় ইনিংসে তারা গুটিয়ে গেছে মাত্র ১৭৯ রানে! ফলে হারতে হয়েছে ৩৮১ রানের বিশাল ব্যবধানে।

দ্বিতীয় ইনিংসে ইংলিশ ব্যাটিং লাইনের হন্তারক ছিলেন মিচেল জনসন। মাত্র ৪২ রান দিয়ে দখল করেছেন পাঁচটি উইকেট। ম্যাচে নয় উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তিনি।

এক দিন বাকি থাকতেই ইংল্যান্ডের এ হার জানান দিচ্ছে সামনে তাদের কঠিন লড়াইয়ের মুখোমুখিই হতে হবে। চলমান অ্যাশেজ সিরিজে দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে।

খেলাধূলা