বিরোধীদলীয় নেত্রী সাড়া দিলেই সংলাপ হতে পারে’ বলেছেন ভূমিমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর হোসেন আমু।
রোববার মন্ত্রণালয়ে যোগদান উপলক্ষে সম্বর্ধনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরও বলেন“ চলমান সংকট নিরসনে শীর্ষ দুই দলের সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব এখনো বহাল রয়েছে।”
দুই দলের মহাসচিব পর্যায়ে বৈঠক প্রসঙ্গে আমু বলেন,“তারা যদি বৈঠক করে থাকেন এর অগ্রগতি এবং সাফল্যের বিষয়ে তারাই বলতে পারবেন।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,“আগেও নির্বাচন বর্জনের রেকর্ড বিএনপির রয়েছে। ১৯৮৬ সালে বিএনপি নির্বাচনে আসেনি। তাই বলে ওই নির্বাচন ঠেকে থাকেনি।”
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের ‘একতরফা নির্বাচনের ব্যবস্থা হলে দেশ অচল করে দেয়ার’ হুমকি প্রসঙ্গে আমু বলেন,“রাজনৈতিক কর্মসূচি নিয়ে কোনো কথা বলতে চাই না। ভবিষ্যতে হয়তো আমাদেরও দাবি-দাওয়া নিয়ে রাজপথে আন্দোলন করতে হতে পারে।”
অনুষ্ঠানে বিদায়ী ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও বিদায়ী ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান সিজার, সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।