আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

pabonaপাবনার সুজানগরে প্রতিবাদ সমাবেশে হামলা চালানোকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ-বিএনপি’র মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন কমবেশি আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৬ জন বিএনপি নেতাকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরা হলেন উপজেলা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মর্তুজা (৩৫), দুলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের (৫৫), দুলাই ইউনিয়ন শাখা স্বেচ্ছাসেবকদলের দপ্তর সম্পাদক মাসুদ রানা (২৫), বিএনপি কর্মি আব্দুল সালাম (৪০), টুটুল (২৫) ও আজাদ (৪০)।

শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাঙচুর করা হয়েছে ৩টি মোটরসাইকেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে শনিবার বিকেলে সুজানগর উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে স্থানীয় অডিটরিয়াম মাঠে উপজেলা বিএনপির সভাপতি আজম বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন বিএনপি নেতারা। সমাবেশ শেষের দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমর্থকরা অতর্কিত লাঠিশোঠা নিয়ে সমাবেশে হামলা চালায় বলে অভিযোগ স্থানীয় বিএনপির। এসময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হালিম সাজ্জাদ অভিযোগ করেন, “কোনো কারণ ছাড়াই আওয়ামী লীগ-ছাত্রলীগ আমাদের শান্তিপূর্ন সমাবেশে হামলা চালায়। তাদের হামলায় আমাদের অন্তত ৬ জন নেতাকর্মী কমবেশি আহত হয়েছেন।”

উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা বলেন, “বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল থেকে গাড়ি ভাঙচুর করে। সমাবেশে পুলিশ বাঁধা দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এসময় আমাদের দলীয় লোকজন এগিয়ে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে।”

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, “বিএনপির সমাবেশ শেষের দিকে কিছু ঝামেলা হয়েছিল। পুলিশ তাৎক্ষনিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতের বিষয়টি জানা নেই।”

জেলা সংবাদ রাজনীতি