পরমাণু কর্মসূচিতে ‘সমঝোতা’

পরমাণু কর্মসূচিতে ‘সমঝোতা’

ierজেনেভায় তেহরান পরমাণু কর্মসূচি নিয়ে অবশেষে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পেরেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ ছয় শক্তিধর দেশ।

ফ্রান্স পররাষ্ট্রমন্ত্রী লাউরেন্ট ফাবিউসও এ চুক্তি বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ সমঝোতা চুক্তি নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশিত হয়নি। জেনেভায় পাঁচ দিনের আলোচনার পর রোববার সকালে এই সমঝোতা সিদ্ধান্ত হয়।

দফায় দফায় আলোচনা ও দর কষাকষির পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন রাশিয়া ও জার্মানির সঙ্গে এ সমঝোতা করেছে ইরান।

বিবিসি জানায়, এটি এক দশকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি। ইরান এবং পশ্চিমা দেশগুলো খুব শিগগিরই এ চুক্তি নিয়ে একটি সংবাদ সম্মেলন করবে বলে আশা করা যাচ্ছে।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায় , মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এ চুক্তি নিয়ে একটি বিবৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

ইরান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের বরাত দিয়ে বিবিসি জানায়, ইরান এ চুক্তি বাস্তবায়ন করার সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে।

আলোচনার শুরু থেকেই পশ্চিমা দেশগুলো দাবি করে, ইরান পরমানু অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করে আসছে। যদিও ইরানের দাবি, তারা বিদ্যুৎ উৎপাদনের জন্যই এ পরমানু প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে।

এ আলোচনা শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা আরো দীর্ঘ হয়। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও এ আলোচনায় যোগ দেন।

এ চুক্তির মাধ্যমে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর দীর্ঘ এক দশকের স্নায়ুক্ষয়ী বিরোধের অবসান ঘটবে বলেই আশা করছেন বিশ্লেষকরা।

চলতি বছরের শুরুতে জাতিসংঘের মধ্যস্ততায় এই ছয় দেশের সঙ্গে ইরানের বৈঠক হলেও তা ব্যর্থ হয়।

আন্তর্জাতিক