রাজধানীর শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৫ কেজি স্বর্ণ ও ৮৬ হাজার দিরহাম উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় দুই জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
এরা হলেন, জিগনেশ কুমার ও দিনেশ মঙ্গীলাল। তাদেরকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার কামরুল হাসান জানান, শনিবার ভোরে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট দুবাই থেকে কলকাতা যাবার পথে ঢাকায় অবতরণ করে। এসময় বিমানে থাকা ভারতীয় নাগরিক জিগনেশ কুমার ও দিনেশ মঙ্গীলালকে সন্দেহ হলে তাদের গতি রোধ করা হয়। এরপর তাদের তল্লাশি চালিয়ে সাড়ে ৫ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আড়াই কোটি টাকা।
এ সময় তাদের কাছ থেকে ৮৬ হাজার দিরহামও জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি