লাটভিয়ার রাজধানী রিগায় সুপার মার্কেটের ছাদ ধসে অর্ধশতাধিক নিহতের ঘটনায় দেশটির সরকার শনিবার থেকে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবারের এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫১ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন ৪০ জন। এদের মধ্যে ৩৩ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
উদ্ধার কর্মীরা এখনো জীবিতদের সন্ধানে ধ্বংসস্তূপ সরিয়ে তাদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের অবস্থান নিশ্চিত করার জন্য তাদের মোবাইলে কল দিয়ে রিংটোনের শব্দ অনুসরণ করছে উদ্ধারকারীরা।
তবে সময় যাওয়ার সাথে সাথে ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজে পাওয়ার আশা ক্রমেই কমে আসছে বলে জানান উদ্ধারকর্মীরা।
এদিকে, লাটভিয়ার প্রেসিডেন্ট ভালদিস ডোমব্রভকিস শুক্রবার ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে এ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন।
বিবিসি জানিয়েছে, ছাদের উপরে তৈরি হওয়া বাগানের মাটির চাপের কারনে ছাদটি ধসে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।