করাচীতে শোক

করাচীতে শোক

ssokআগের রাতে বোমা হামলায় নিহত ৭ জনের জন্যে পাকিস্তানের করাচীতে শনিবার সকাল থেকে শোক পালন করছেন শিয়া সম্প্রদায়, রাতেই এ কর্মসূচী ঘোষণা করেছিল সিন্ধু’র  রাজনৈতিক দল ‘মুত্তাহিদ কোয়ামি’। আর টানা তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে শিয়াদের আরেক রাজনৈতিক দল ‘মজলিশ-ই-ওয়াহদাতুল মুসলিমিন’। হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ।

পাকিস্তানের দক্ষিনাঞ্চলীয় শহর করাচীতে রাতে দুটি বোমা বিস্ফোরণে মারা যান ৭ জন, নারী ও শিশুসহ আহত ২৮। পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, শিয়া অধ্যুষিত অঙ্কলি’র জনবহুল এলাকায় ক্যাফে ও টি স্টলের কাছে মোটর সাইকেলে বসানো ছিল উচ্চ ক্ষমতার বোমা দুটি। এখনও কোন গ্রুপ হামলার দায় স্বীকার করেনি, নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জাভেদ জানান, বিকট শব্দে বিস্ফোরিত বোমা দুটি ছিল ‘ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। হামলাটি শিয়াদের উদ্দেশে হয়েছে, চট করে এমন বলতে নারাজ তিনি। কারণ ওই এলাকায় অনেক সুন্নি মুসলমানও বসবাস করে।

বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় আশপাশের দোকানপাট, উড়ে যায় বৈদ্যুতিক ট্রান্সমিটার। বেশ কিছুক্ষণ গোটা এলাকা অন্ধকারে ছিল, রাতেই আবার সচল করা হয়েছে বিদ্যুতের লাইন।

শিয়াদের বিভিন্ন গ্রুপ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে, হামলার পর নিন্দা ও প্রতিবাদে মুখর তারা।

সিন্ধু প্রদেশের তথ্যমন্ত্রী শারজিল মেমন বোমা হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘এটি কাপুরুষোচিত।’

গত সপ্তাহে রাওয়ালপিন্ডিতে ৮ জন নিহত হওয়ার পর থেকেই অস্থিরতা দেখা দিয়েছে পাকিস্তানে। বিক্ষোভে ঠেকাতে কারফিউ জারির পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক