পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষের প্রতিবাদে দেশটির সুন্নি সংগঠনগুলো বিক্ষোভ করেছে। হাজারো মানুষের বিক্ষোভের প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার, উত্তেজনা রয়েছে সারাদেশে। এএফপি।
শুক্রবার জুমার নামাজের পর সুন্নি ধর্মীয় দলগুলো কড়া নিরাপত্তার মধ্যেই বিক্ষোভ শুরু করে। রাওয়ালাপিন্ডির মারাকাজি জামিয়া মসজিদ ব্লক ১ এর সামনে এ বিক্ষোভে হাজার হাজার মুসল্লি অংশ নেয়।
গত সপ্তাহে পাকিস্তানের রাওয়ালাপিন্ডিতে পবিত্র আশুরার মিছেলে শিয়া-সুন্নি সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত হয়। শিয়া মুসলিমদের ওই তাজিয়া মিছিলটি একটি সুন্নি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় দু’দলের মধ্যে সংঘর্ষ বাঁধে।
আইন-শৃংখলা বজায় রাখতে সরকার হাজার হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনী সদস্য মোতায়েন করেছে। ইসলামাবাদ, লাহোরের মত গুরুত্বপূর্ণ এবং সংঘর্ষের আশংকা রয়েছে এমন এলাকাগুলোতে হাজার হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
পুলিশ জানিয়েছে, সহিংসতার ঘটনা ঘটলে সেনাবাহিনীও ডাকা হতে পারে। তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া যেকোন সহিংসতা এড়াতে পুলিশ রাওয়ালাপিন্ডি ও ইসলামাবাদসহ বিভিন্ন এলাকায় সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে। করাচি শহরের সব ধরনের হোটেল-রেস্টুরেন্ট এমনকি গ্যাস স্টেশনগুলোও বন্ধ রাখা হয়েছে। রাস্তা-ঘাট জনশূন্য হয়ে পড়েছে