ভারতের অন্ধ্রপ্রদেশে শুক্রবার বিকেলে আঘাত হানে হেলেন। ঘূর্ণিঝড়টি এখনও সেই স্থান অতিক্রম করার কোন খবর আসেনি। ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যটি ভারী বৃষ্টি ও প্রবল বাতাসে আক্রান্ত হয়েছে।
এখনও পর্যন্ত সেখানে ২ জন নিহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। এদিকে ভারতের আরেক সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ঘূর্ণিঝড়ের কারণে নিহত হয়েছেন ৭ জন।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের মতে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে হেলেন। ঘূর্ণিঝড়ের কারণে অন্ধ্রের অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে।
অন্তত ১১ হাজার মানুষকে নিম্নাঞ্চল ও ঝূঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে। সরকারি আশ্রয়কেন্দ্রগুলোতে নিরাপদে অবস্থান করছেন আশ্রিতরা।
দূর্যোগ ব্যবস্থাপনা কমিশনারের দেয়া তথ্য অনুযায়ী ৬৬টি ত্রাণকেন্দ্র তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এর আগে অক্টোবর মাসে ঘূর্ণিঝড় ফাইলিনের ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি অন্ধ্রপ্রদেশ। এর মধ্যেই আঘাত হানলো হেলেন। তবে হেলেন আগের ঘূর্ণিঝড় ফাইলিনের তুলনায় বেশ দুর্বল।
এক হাজার কিলোমিটার আয়তনের উপকূল রয়েছে অন্ধ্রপ্রদেশে। যার ফলে প্রায়শই ঘূর্ণিঝড়ের শিকার হতে হয় রাজ্যটিকে। বিশেষত বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সবসময় সতর্ক থাকতে হত রাজ্য প্রশাসনকে