বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, “সরকার গণদাবি উপেক্ষা করে এবং গোটা বিশ্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নির্বাচনের চক্রান্ত করছেন। আমরা সে নীল নকশা নির্বাচন হতে দেব না।”
শনিবার সাড়ে ১১ টার দিকে পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে এক জরুরী প্রেস ব্রিফিং-এ তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “দেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক সম্প্রদয় নির্বাচনকালীন আস্থাশীল ও নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানালেও প্রধানমন্ত্রী ও তার অনুচর নীল নকশা অনুযায়ী একতরফা নির্বাচন করার জন্য উঠে পড়ে লেগেছেন।”
তিনি আরো বলেন, “আজ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, নানা শ্রেণীর সংগঠন, বিশিষ্ট নাগরিকবৃন্দ, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম যেখানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের পক্ষে এমন কি শাসক শ্রেণীর কিছু নেতারাও এর পক্ষে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তার বিপক্ষে। কারণ তার কাছে গণতন্ত্রের মানেই নেই।”
‘বিএনপি কোন দল নয়’ অর্থমন্ত্রীর এমন বক্তব্যর সমালোচনা করে তিনি বলেন, “দল চোর ও নীতি চোর মানুষ কি বলবে না বলবে তাতে আমরা ধার-ধারিনা। তিনি গণতন্ত্র মানেন না কিন্তু গণতন্ত্রের কথা বলেন। উনি বয়স্ক মানুষ, কখন কি বলেন তিনি নিজেও জানেন না।”
বক্তব্য শেষে তিনি সকল নেতা কর্মীদের মুক্তির দাবি করেন। এবং নেতাকর্মীদের উপর হামলা ও নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানান।