ইরান পরমাণু আলোচনার নেতৃত্ব দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জেনেভায় যাচ্ছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন পাস্কি এক বিবৃতিতে জানান, এ পরমাণু চুক্তির আলোচনায় অংশ নিতে জন কেরি শনিবার জেনেভায় যাবেন।
বুধবার জেনেভায় শুরু হওয়া এ আলোচনায় ইতোমধ্যে রাশিয়ার এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত হয়েছেন।
এ আলোচনার মধ্যস্থতাকারীরা শুরু থেকেই একটি গ্রহণযোগ্য চুক্তি বাস্তবায়ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ চুক্তি আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন, জার্মানির কাছে গ্রহণযোগ্য হবে বলে মনে করছেন তারা।
আলোচনা শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও তা আরও দীর্ঘতর হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে বিবিসি জানায়, জন কেরির উপস্থিতি এ আলোচনাকে আরো সঙ্কটাপন্ন করে তুলতে পারে।
এছাড়া এ আলোচনায় শনিবার ব্রিটেনের পররাষ্ট্র সচিব উইলিয়াম হেগ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং হি যোগ দিবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জার্মান কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি আরো জানায়, জার্মানের পররাষ্ট্রমন্ত্রী গুইডো ওয়েস্টারওয়েলেও এ আলোচনায় অংশ নেবেন।
এসএএন/কেবিএন/অআ