এ সপ্তাহে অনুষ্ঠিত নেপালে জাতীয় নির্বাচনে দেশটির সাবেক মাওবাদী বিদ্রোহী নেতা তার আসনে হেরে গেছেন। বৃহস্পতিবার তার দল ষড়যন্ত্রের অভিযোগ এনে ভোট গণনা স্থগিত রাখার দাবি জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতের এনডিটিভি।
টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানী কাঠমান্ডুর একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা ‘প্রচন্ড’ নামে পরিচিত পুষ্প কমল দাহাল নেপালের কংগ্রেস দলের প্রার্থীর কাছে হেরে যান। তার অবস্থান তৃতীয়। নেপালি কংগ্রেস দলের প্রার্থী এ আসনে প্রচন্ডের চেয়ে ৭ হাজার ৫শ’ ভোট বেশি পেয়ে বিজয়ী হন।
বৃহস্পতিবার সকালে প্রকাশিত দেশটির নির্বাচনী ফলাফলে দেখা যায়, গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী পক্ষ হওয়া সত্ত্বেও বামপন্থী দলগুলো ভোটে খুব খারাপ করেছে।
নেপালে দীর্ঘ এক দশকের গৃহযুদ্ধের পর গত সাত বছর ধরে শান্তি প্রক্রিয়ায় বামপন্থী দলগুলোকে প্রধান পক্ষ হিসেবে বিবেচনা করা হয়।
এর আগে ২০০৮ সালে মাওবাদীরা নির্বাচনে জয়লাভ করলেও রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বিরোধের কারণে খসড়া সংবিধান প্রণয়ন করা হয়নি।
এবারের সাংবিধানিক পরিষদের নির্বাচনে ৬০১ আসনের বিপরীতে শতাধিক দল থেকে ১৬ হাজার প্রার্থী অংশ নিয়েছেন। এদের মধ্যে নারী প্রার্থী ৬ হাজার। নেপালের বৈধ ভোটারের সংখ্যা ১ কোটি ২০ লক্ষ।
সূত্র: এনডিটিভি