বাংলাদেশের মেয়ে সুচিত্রা সেন টালিউডের এক চির সবুজ বিস্ময় নায়িকার নাম। বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তী অভিনেত্রীকে নিয়ে এবার নির্মিত হচ্ছে একটি ফিচার ফিল্ম। দীর্ঘ বছর যাবত লোক চক্ষুর অন্তরালে থাকা সুচিত্রা সেন কে তুলে ধরা হবে এই সিনেমার মাধ্যমে। আর এ চলচ্চিত্রে অভিনয় করবেন সুচিত্রা সেনর মেয়ে মুনমুন সেন ও নাতনী রাইমা সেন।
সিনেমাটি নির্মান করছেন শঙ্করলাল ভট্টাচার্য। সিনেমার গল্পে মূলত তুলে ধরা হবে সুচিত্রা সেনের জীবনী। সিনেমার নাম রাখা হয়েছে ‘সদরঘাট’। রাইমা ও মুনমুনের পাশাপাশি দুটি চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের চলচ্চিত্রের দুই পরিচিত মুখ তারিক আনাম খান এবং নীরব।
এই ফিচার ফিল্মের গল্পে দেখা যাবে, সুচিত্রা সেন’র এক ভক্ত চিরকুমার রয়ে গেছেন। তার সময় কাটে সুচিত্রা সেনের ছবি দেখে। ঢাকায় প্রিয় এই নায়িকার জন্মদিন পালন করছেন এমন খবর পেয়ে রাইমা সেন আসে কলকাতা থেকে। এরপর রাইমার সাথে পরিচয় হবে প্রবাসি বাঙ্গালী নিরবের সাথে। নিরবই রাইমাকে বাংলাদেশে অবস্থিত সুচিত্রা সেনের বিভিন্ন সৃত্মিবিজারিত স্থান দেখাবেন। তাদের মধ্যে গড়ে উঠবে সম্পর্ক। এভাবেই গল্পে গল্পে উপস্থাপিত হবে সুচিত্রা সেনের জীবনী তুলে ধরা হবে