আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে আসতে পারে-এমন পূর্বাভাস থেকেই মন্ত্রীদের দফতর পুনর্বণ্টনে বিলম্ব হচ্ছে।
বুধবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ”মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলের সাক্ষাৎকে ইতিবাচকভাবে দেখছে সরকারি দল। আশা করছি, বিরোধী দলকে নিয়েই নতুন নির্বাচনকালীন সরকারের সর্বদলীয় মন্ত্রিসভা গঠন করা হবে।”
তিনি বলেন, বিএনপির জন্যই অপেক্ষা করছে সরকার। নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ নেওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ নিশ্চিত ছিল না বিএনপি রাষ্ট্রপতির কাছে যাবে।
তিনি আরো বলেন, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ ব্যক্তি। বিএনপির কাছে ইতিবাচক সম্মতি পাওয়া গেলে সর্বদলীয় সরকার গঠন করা হবে। আর তারা না এলে বহুদলীয় সরকার গঠন করে নির্বাচনী কর্মকাণ্ড শুরু হবে।