ভেনিজুয়েলার জাতীয় পরিষদ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জন্য ‘বিশেষ ক্ষমতা’ আইন অনুমোদন করেছে। এ বিশেষ বিলটি অনুমোদনের পর প্রেসিডেন্ট মাদুরো দেশের দ্রব্য মূল্য হ্রাস এবং দুর্নীতি দমনে প্রতিজ্ঞাবদ্ধ হন।
প্রেসিডেন্ট মাদুরোর বরাত দিয়ে বিবিসি জানায় , এ নতুন ক্ষমতার মূল উদ্দেশ্যই হবে দেশের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবেলা করা। তবে সমালোচকরা বলছে মাদুরো এ ক্ষমতা তার বিরোধী দলের বিরুদ্ধে ব্যবহার করতে পারেন।
ভেনিজুয়েলায় সম্প্রতি খাদ্য ও বিদ্যুৎ সঙ্কট রয়েছে। বর্তমানে এ দেশের মুদ্রাস্ফীতি শতকরা ৫৪ ভাগ। ডলারের কালো বাজারি বন্ধের জন্য সরকার ইতোমধ্যে বৈদেশিক মুদ্রা বিক্রির উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে।
১৪ নভেম্বর ভেনিজুয়েলার এক সংসদীয় বিবৃতির পর এ আইনটি বহুল প্রত্যাশিত ছিল।বিলটি অনুমোদনের জন্য সরকারের ৯৯ ভোটের প্রয়োজন ছিল।
ভেনিজুয়েলা ৮ ডিসেম্বর তাদের স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।