দীর্ঘ ১২ দিন শ্রমিক অসন্তোষের পর অবেশেষে শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছে আশুলিয়ার তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা।
এদিকে শিল্পাঞ্চলের সকল পোশাক কারখানা কার্যক্রম শুরু হলেও জিরাবো এলাকার রেডিয়েন্স, মাসকট, সাউদার্ন ও টি-ডিজাইন তৈরি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে।
শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছে। তবে অপ্রীতিকর পরিস্থিতি আশঙ্কায় বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়াও পুলিশের জলকামান ও সাজোয়া যানের টহল অব্যাহত রাখা হয়েছে বলে জানান তিনি।
বুধবার সচিবালয়ে সরকার, শ্রমিক ও মালিকপক্ষের এক ত্রিপক্ষীয় বৈঠকে দেশের সব তৈরি পোশাক কারখানা বৃহস্পতিবার থেকে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।