নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন সমাপ্ত হয়েছে। বুধবার রাত ৮টা ২৩ মিনিটে রাষ্ট্রপতির পক্ষ থেকে অধিবেশন সমাপ্তির আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন শারমিন চৌধুরী।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধিবেশনের সমাপ্তি ঘোষণার আদেশ দেন। এ সময় স্পিকার সব সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারি ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এর আগে প্রধানমন্ত্রী তার সমাপনী ভাষণে বলেন, “কোনো যুদ্ধাবস্থা বিরাজ না করলে এ মেয়াদে আর কোনো অধিবেশন বসবে না।”
তবে রাষ্ট্রপতি তাকে নির্বাচন পর্যন্ত সংসদ ও সরকার বহাল রাখার অনুমতি দিয়েছেন বলেও বক্তব্যে তুলে ধরেন।
এছাড়া দেড় ঘণ্টা ব্যাপী প্রধানমন্ত্রী তার সমাপনী বক্তব্য দেন।
এ সংসদে ৪২৮টি কার্যদিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটাই সর্বাধিক কার্যদিবস। সর্বাধিক আইন এ সংসদের পাস হয়েছে। দুটি বেসরকারি বিলসহ ২৭১টি আইন এ সংসদে পাস হয়েছে।