বিএনপি শীর্ষ ৫ নেতার জামিন শুনানি শেষ হয়েছে। বিচারক এ বিষয়ে আদেশ পরে দিবেন বলে জানিয়েছেন।
ঢাকা মুখ্য মহানগর হাকিম জহুরুল হকের আদালতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামিন শুনানি শেষ হয়।
মামলার আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও ব্যাক্তিগত সহকারী শামসুল রহমান শিমুল বিশ্বাস।
গত সোমবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে বিএনপির এ ৫ নেতার পক্ষে জামিনের আবেদন করেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
এর আগে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা পুরোনো দুটি মামলায় বিএনপির শীর্ষ ৫ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।