‘কারখানা বন্ধ হলে বাড়ি চলে যেতে হবে’

‘কারখানা বন্ধ হলে বাড়ি চলে যেতে হবে’

hasinaশ্রমিক আন্দোলনের নামে সৃষ্ট বিশৃঙ্খলার কারণে যদি দেশের পোশাক কারখানা বন্ধ হয়ে যায়, তাহলে শ্রমিকদের বেকার হয়ে বাড়ি ফিরে যেতে হবে।

প্রধানমন্ত্রী বুধবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমন মন্তব্য করেন।

পোশাক কারখানার ক্ষতি হলে তা দেশের গোটা অর্থনীতির ওপরই নেতিবাচক প্রভাব ফেলবে- এমন মন্তব্য করে শেখ হাসিনা এই শিল্প রক্ষায় পোশাক শ্রমিক ও মালিক উভয়েরই সহযোগিতা কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার যখন ক্ষমতায় আসে, তখন শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল মাত্র ১ হাজার ৬’শ টাকা। চার বছরের মাথায় তাদের বেতন হয়েছে এখন ৫ হাজার ৩’শ টাকা।”

এরা চেয়ে বেশি আর কী চায় শ্রমিকরা-এমন প্রশ্ন রেখে শেখ হাসিনা অবিলম্বে আন্দোলন বন্ধ করে কাজে যোগ দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

শ্রমিকদের ন্যূনতম বেতন ৮ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনকারীদের উসকানিদাতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি না তাদের কী পরিমাণ ফায়দা এতে হচ্ছে?”

বাংলাদেশ রাজনীতি শীর্ষ খবর