সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ৪ বাম সংগঠনের সমন্বিত মোর্চা ‘চার সংগঠন’। চার সংগঠনের মধ্যে রয়েছে- জাতীয় মুক্তি কাউন্সিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চা, গণফ্রন্ট এবং জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ।
বুধবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা যায়, প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল করে দলের নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করবেন চার সংগঠনের সমন্বয়ক টিপু বিশ্বাস।
আয়োজক সংগঠনের সদস্য মাসুদ খান পরিবর্তনকে বলেন, “আশুলিয়ায় গার্মেন্স শ্রমিকদের ন্যায্য আন্দোলনে পুলিশ যে নির্বিচার হামলা চালিয়েছে সে হামলায় এক পোশাক শ্রমিক নিহত এবং অনেকে আহত হয়েছে। এই ঘৃণ্য কর্মকাণ্ডের প্রতিবাদেই আমাদের এ বিক্ষোভ কর্মসূচি।”