‘নীতি পরিবর্তন করেননি বেগম জিয়া’

‘নীতি পরিবর্তন করেননি বেগম জিয়া’

suruদপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “নির্বাচন প্রতিহত না করার জন্য আমি বিরোধী দলকে আহ্বান জানাবো। আমি বিরোধী দলকে বলতে চাই আসুন আমরা সবাই মিলে নির্বাচন করি এবং এই নির্বাচনের কঠিন সময় পার করি।”

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টাস ইউনিটে ‘নৌকা সমার্থক জাতীয় মঞ্চ’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, “আসুন আমরা একে অপরের পরিপূরক হই। আমাদেরকে এই নির্বাচনমুখী কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে।”

তিনি বলেন, “বিরোধী দল মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করে নেতিবাচক ভূমিকা রেখেছেন, তারা আগের অবস্থানেই রয়ে গেছেন।”

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “জননেত্রী যে কঠিন উদ্যোগ নিয়েছেন সেটি দেশের এবং বিদেশের কাছে গ্রহণ যোগ্য হিসাবে প্রমাণ করতে হবে। আমি উভয় পক্ষকে আরো রাজনৈতিক দায়িত্ব শীল হতে বলবো।”

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্রীোয যে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তা থেকে ফিরে আসার আর কোনো সম্ভাবোনা নেই।”

তিনি আরো বলেন, “আমাদের বিরোধী দল দু’টি কাজ করতে পারে, সেটি হচ্ছে নির্বাচনে গিয়ে প্রমাণ করতে পারে নির্বাচন নিরপেক্ষ হয়নি। অথবা সর্বদলীয় সরকারে যোগ দিয়ে সঠিকভাবে প্রমাণ করতে পারে নিরপেক্ষ বা স্বাধীনভাবে তারা কাজ করতে পারছে না।”

এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সহ-সম্পাদক বলোরাম পোদ্দার, রোকনউদ্দিনসহ অনেকে।

বাংলাদেশ রাজনীতি