প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পটুয়াখালী যেহেতু ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত, তাই আমরা এখানে নানা উন্নয়নমূলক কাজ করবো। পাশাপাশি এখানে একটি নৌ-ঘাটি করবো। যার নামকরণ করবো শেরে বাংলা’র নামে।”
মঙ্গলবার পটুয়াখালীর কলাপাড়ায় সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, পাটুয়াখালীতে নৌ-ঘাটি করা হবে শের-ই-বাংলা’র নামানুসারে, যিনি সারা দেশের জন্য একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। যাতে ইতিহাসে তিনি চিরঞ্জীব হয়ে থাকেন।”
তিনি আরো বলেন, এখানে একদিকে যেমন সমুদ্র বন্দর হবে, সেই সাথে নৌবাহিনীর ঘাটি হবে। যাতে সুন্দরবন ও এই এলাকার জলদস্যুদের তৎপরতা নিয়ন্ত্রণে আসবে। তা ছাড়া নৌঘাটি এখানে থাকলে উপকূলীয় এলাকায় নিরাপত্তা উন্নত হবে। এতে প্রতিরক্ষা বাহিনীর উন্নয়ন কাজ আর ব্যহত হবে না।
শেখ হাসিনা বলেন, “আমরা এই এলাকায় জাহাজ ভাঙা শিল্প গড়ে তুলতে পারবো। পরিত্যক্ত জাহাজ এনে তা আবার পুনব্যবহার উপযোগী করে গড়ে তুলতে পারবো।”
প্রধানমন্ত্রী বলেন, “এখানে খাদ্য আমদানি-রপ্তানির জন্য রুট তৈরি করা হলে এলাকার অনেক উন্নতি হবে।