সর্বদলীয় মন্ত্রিসভায় বিএনপি যোগ দিলে তাদেরকে প্রয়োজনে ১০ থেকে ১২ জন মন্ত্রী দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, “বিএনপির সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হচ্ছে।”
মঙ্গলবাল সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ওবায়দুল কাদের এ কথা জানান।
ওবায়েদুল কাদের আরো বলেন, “তৃণমূল পর্যায়ের বিএনপি নেতারা নির্বাচনমুখী। নির্বাচনে না এলে বিএনপির রাজনৈতিক ক্ষতি হবে।”
তিনি জানান, আজকের মধ্যেই নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বন্টন করা হবে।
সোমবার নির্বাচনকালীর সরকার পরিচালনার জন্য গঠিত সর্বদলীয় মন্ত্রিসভায় নতুন আট জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। পুরানোদের থেকে কারা ওই মন্ত্রিসভায় থাকবেন সে ব্যাপারে মঙ্গলবার জানানো হবে।
এদিকে নির্দলীয় সরকারের অধীনে আন্দোলনরত প্রধান বিরোধী দল বিএনপি ওই মন্ত্রিসভায় যোগ দেবে না বলে আগেই জানিয়েছে।
অন্যদিকে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করবেন। এ ব্যাপারে তিনি রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।