‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষক সমিতির ১২তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ২১ ও ২২ নভেম্বরে অনুষ্ঠিত হবে দুদিন ব্যাপী এই সম্মেলন। এবারের কেন্দ্রীয় সম্মেলন হবে ফরিদপুরে।
বৃহস্পতিবার দুপুর ২টায় ফরিদপুরের ঝিলটুলী এলাকার আম্বিকা ময়দানে সম্মেলনের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন প্রবীণ কৃষক নেতা আব্দুল মালিক। উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করবেন কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোর্শেদ আলী।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষক নেতারা এবং কৃষক সমিতির প্রতিনিধিরা যোগ দিবেন সম্মেলনে। এছাড়া দেশের বাইরে থেকেও কৃষক নেতারা আসার কথা রয়েছে। এর মধ্যে ভিয়েতনাম, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে কৃষক নেতারা এই সম্মেলনে যোগ দিতে পারেন বলে জানা গেছে।