ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান ও খেলাফতে ইসলামী বাংলাদেশের আমির মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন,“ফ্যাসিবাদ আওয়ামী লীগ দিল্লিকে খুশি করতে স্বৈরাচারের উপাধীতে ভূষিত চরম মিথ্যাচার এরশাদকে পাশে রেখে সর্বদলীয় সরকারের নামে নাটম মঞ্চস্থ করলো।”
তিনি বলেন,”এটা সর্বদলীয় সরকার নয়, এটা হচ্ছে সর্বদলের নামে জাতীয় গাদ্দারদের মিলনমেলা।”
সোমবার বিকেল ৩ টায় বড় কাটারায় নিজ অফিসে ইসলামী ছাত্র খেলাফত ও যুব খেলাফতের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সর্বদলীয় সরকারকে প্রত্যাখান করে তিনি বলেন, “এ জাতীয় গাদ্দারদের অধীনে কোনদিনই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয় সরকার ব্যবস্থাই একমাত্র মাধ্যম। তাই আমরা সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র রক্ষার দাবিতে গ্রহণযোগ্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানাচ্ছি।”
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সমালোচনা করে মাওলানা আমিনী বলেন,” জনগণের মতামতকে উপেক্ষা করে দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে তিনি বিরোধী দলের নেতা হওয়ার স্বপ্ন দেখছেন। সকাল-বিকেল কথায় কথায় ভোল পাল্টানো এরশাদ সাহেবের এ খায়েশ কোনদিনই পূরণ হবে না।”
তিনি বলেন,“শেখ হাসিনার বাকশালী কায়দায় ক্ষমতা দখলও দেশবাসী মেনে নেবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে দুর্বার গণআন্দোলন চলবে।”
ইসলামী যুব খেলাফত কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা নাছির উদ্দীন, তাসলীম আহমদ, জাহিদ আলম, মাকসুদুর রহমান, এনামুল হাসান,মঞ্জুর মুজিব, ছাত্র খেলাফত সভাপতি আনছারুল হক ইমরান, সেক্রেটারি জেনারেল মো. খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া মাহমুদ, মুতিউর রহমান, মুহিউদ্দিন, আবুল হাশেম, মির্জা ইয়াসিন আরাফাতসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।