বিএনপি’র ২০, জোটের তালিকা

বিএনপি’র ২০, জোটের তালিকা

cotবিরোধী দল যাচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে দেখা করতে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অন্তত ৩৫ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবন যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বেগম জিয়ার সাথে থাকবেন বিএনপি’র ২০ নেতা। বাকি ১৭ দলের বাইরেও কিছু দল থাকতে চায় এই সাক্ষাতে। রাষ্ট্রপতির কাছেই অভিযোগ-অনুযোগ-দাবি তুলে ধরে হবে, সমাধান চাওয়া হবে রাষ্ট্রের অভিভাবক বর্ষীয়ান জননেতার কাছেই। এমন আভাস দিয়ে বিএনপি’র শীর্ষপর্যায় জানিয়েছে, সংকট নিরসনে রাষ্ট্রপতিকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাবেন বেগম জিয়া।

বিএনপি’র ২০ সদস্য : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, মাহাবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, বেগম সরোয়ারি রহমান, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, আব্দুল্লাহ আল নোমান, এম মোর্শেদ খান, উপদেষ্টা পরিষদের সদস্য ড. এম ওসমান ফারুক, খন্দকার মাহাবুব হোসেন, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদীন ফারুক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

শরীক দলের তালিকা রাতে চূড়ান্ত নাও হতে পারে, জানিয়েছেন সমন্বয় সেলের এক নেতা, তবে মঙ্গলবার বেলা ১১ টা
নাগাদ এ ব্যাপারে সিদ্ধান্ত পাওয়া যেতে পারে।

জোটের শরীক ও সমমনাদের নিয়ে বেশ বড় দল অতিথি হবে বঙ্গভবনে। রীতি অনুযায়ী, বঙ্গভবনে তৈরি ঐতিহ্যবাহী খাবারে আপ্যায়ন করা হবে তাদের।

রাজনীতি